৪৮ তম জাতীয় শোক দিবস উদযাপন
১৫ই আগষ্ট ৪৮ তম জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষ্যে সদরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়,সদরপুর,ফরিদপুর কর্তৃক দিবসটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। কার্যালয়ের সন্মুখে ৪৮তম জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ফলডাউন ব্যানার টাঙ্গানো হয় এবং সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা নতুন গেজেট অনুসরণ করে ১৬ ফুট খুটির এক চতুর্থাংশ নীচে অধঃনমিত করে উত্তোলন করা হয়। সকাল ১০.০০ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ সভাকক্ষে জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী জাফর। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব,সদস্যবৃন্দ, উদ্যোক্তাগন, গ্রাম পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয় ও ঘাতকদের নিন্দা প্রস্তাব করা হয়। সভায় অন্য কোন আলোচনা না থাকায় সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS