আধ্যাত্মিক সাধক পুরুষদের মাজার শরীফ রয়েছে এই ইউনিয়নে যাদের নাম শ্রদ্ধাভরে স্মরন করে নিম্নে দেখানো হল।
০১. বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) তিনি ঘুমিয়ে আছেন আটরশি দরবার শরীফের পারিবারিক কবরস্থানে।
প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দ এ দরবারে আসেন তার মাজার জিয়ারত করতে।
০২. মাওলানা ইব্রাহীম সাহেব ঘুমিয়ে আছেন সাড়েসাতরশি খানকা শরীফের নিজ বাসভবনের কবরস্থানে। যার অবদানে অন্ধাকারে থাকা ধর্মান্ধদের ধর্মের আলোর বর্তিকায় নিয়ে আসেন। এ মাজারে শত শত ভক্তদ্বয় আসেন তাদের মনের দুঃখ মাজারে প্রকাশ করেন দুঃখ লাঘবের জন্য।
০৩. মাওলানা হেলাল উদ্দিন সাহেব। যিনি ঘুমিয়ে আছেন যার নিজ বাসভবন সতেররশি গ্রামে। যার অক্লান্ত প্রচেষ্টায় ইসলামী জ্ঞানে জ্ঞান লাভ করেন অত্র অঞ্চলের অধিবাসী।
০৪. ,মাওলানা সামসুদ্দীন সাহেব। ইসলাম প্রিয় এ আধ্যাত্মিক পুরুষ ঘুমিয়ে আছেন নিজ বাসভবনের কবরস্থানে। যার বদৌলতে কোর আন, হাদীসের জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। যার জন্মস্থান সদরপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল চরব্রাহ্মন্দী গ্রামে। যেখানে প্রতিবৎসর ইসলামী জলসা হয়,হাজার হাজার ভক্তদ্বয় আসেন আল্লাহ ও নবীপ্রেম জাগ্রত করার জন্য। চরব্রাহ্মন্দী জাকের ভবন নামে এ মাজার শরীফের পরিচিতি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS